South east bank ad

খাদ্য সামগ্রী বিতরণ করলেন র‍্যাব-১ এর ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন

 প্রকাশ: ০১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আইনশৃঙ্খলায় জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে যেমন রয়েছেন। ঠিক তেমনি দেশের ক্রান্তিকালেও রয়েছেন সাধারণ মানুষদের পাশে। তারই ধারাবাহিকতায় মহামারী করোনা ভাইরাসের লকডাউনের সময় ৪ শতাধিক অসহায় গরীব দুঃখী পরিবারকে দিয়েছেন খাবার ভর্তি ব্যাগ। বৃহস্পতিবার র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কোম্পানির পক্ষ থেকে এ ত্রাণ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অসহায় গরীব মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে বসে থাকতে দেখা যায়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন  বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটু প্রয়াস মাত্র। তিনি বলেন, গাজীপুরের মাওনা, জয়দেবপুর, কাউলতিয়া, রাজেন্দ্রপুর ও পোড়াবাড়ী এলাকায় অন্তত ৪শ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। একেকটি ব্যাগে চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে। এদিকে র‌্যাবের ত্রাণ পেয়ে অনেক খুশি অসহায় মানুষরা।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: