শিরোনাম

South east bank ad

র‌্যাব-২ এর অভিযানে ১০ গ্রাম নিষিদ্ধ মাদক আইস ও ২৭০ ইয়াবাসহ আটক ২

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-২ এর অভিযানে ১০ গ্রাম নিষিদ্ধ মাদক আইস ও ২৭০ ইয়াবাসহ আটক ২

সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২৮ মার্চ ২০২১ ইং তারিখ ০০৩০ ঘটিকায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন সাতমসজিদ হাউজিং এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ মাদক কারবারী মোঃ ফিরোজ মিয়া (৩৫) এবং রকিবুল আলম@তানিম (৩৪)’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা নিষিদ্ধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ১০.২৫ গ্রাম ও ২৭০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ক্রিস্টাল মেথ নামক এই নেশা জাতীয় দ্রব্যটি আইস নামে বহুল প্রচলিত। এটি অতি উচ্চ মাত্রার একটি নেশা জাতীয় মাদক যা মালেয়শিয়া, থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে আসছে। ক্রিস্টাল মেথ বা ক্রিস্টাল মেথামেথামাইনাইটিস মূলত মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে নেশাগ্রস্থ করে যা নেশা জাতীয় দ্রব্যের মধ্যে সবচাইতে ক্ষতিকর। এটি স্বচ্ছ স্ফটিক অথবা চকচকে নীল-সাদা ক্রিস্টাল আকারে পাওয়া যায়।
সাধারণত সমাজের উচ্চ শ্রেণীদের টার্গেট করে অতি উচ্চমূল্যে বিক্রয়ের লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে এই ধরনের মাদক বিভিন্ন অবৈধ পথে চোরাকারবারীরা দেশে অভ্যন্তরে নিয়ে আসছে। ১০.২৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এর বর্তমান বাজার মূল্য প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উপরে।
র‌্যাব ২ এর আভিধানিক দল আটককৃত আসামিদের জিজ্ঞেস করে মূল চোরাকারবারিদের আটক করার চেষ্টা অব্যাহত রেখেছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: