রাজধানীতে তীব্র যানজট

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। প্রধান সড়কগুলো ছাড়াও অলি-গলিতেও যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কে গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যায় বেশি।
মহাখালী হয়ে বনানী, গুলশান ও উত্তরাগামী সড়কের যাত্রীরা আজও ভোগান্তিতে পড়েছে। এই সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন চালু করার পর থেকে প্রতিদিনই এখানে যানবাহনের জট লাগছে। সেই সাথে ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে যানবাহনের চাপ রয়েছে।
আগামীকাল কঠোর বিধিনিষেধ আরোপের কারণে প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন আজ। এতে সবখানেই বেড়েছে মানুষের চলাচল।
অন্যদিকে, ঢাকা ছেড়ে যাওয়া যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার এবং পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে। অল্প সংখ্যক ফেরি চলাচল করায় দুইঘাটেই দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। ঘরমুখো মানুষের চাপ আছে মহাসড়কেও।