নারায়ণগঞ্জের ভাস্কর্য নিরাপত্তায় কঠোর নির্দেশনা দিয়েছেন এসপি জায়েদুল আলম
পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সর্বমোট ২৭টি ভস্কর্য আছে। সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হচ্ছে। একইসাথে সাদা পোশাকে নিরাপত্তা বৃদ্ধি ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর প্রদান করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন থাকার অনুরোধ করছি। একই সাথে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সবাই সতর্কতার সাথে পালন করবেন।
মুজিববর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা। এরই প্রেক্ষিতে ভাস্কর্যকে ঘিরে তারা বিভিন্ন বিরোধীতাপূর্ণ বক্তব্য প্রদান করে। সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাংচুর চালানো হয়। সেই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের ভাস্কর্য নিয়ে নিরাপত্তা প্রসঙ্গে এই নির্দেশনা দেন জেলার পুলিশ সুপার, মোহাম্মদ জায়েদুল আলম।