শিরোনাম

South east bank ad

অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

১৭ ডিসেম্বর, ২০২০ খ্রীস্টাব্দ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ২৫০০ কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হবে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর)জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: