মহান বিজয় দিবস- ২০২০ পালন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ১৬.১২.২০২০ খ্রিঃ সকাল ৬:৩৫ ঘটিকায় সময় চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পামাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নির্বতা পালন করেন। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ আবু রাসেল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
সকাল ০৯:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যলয়দ সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সকাল ১২:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স ড্রিল শেডে মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ২১জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও মুজিব কোট উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ পুলিশ লাইনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
সন্ধ্যা ০৬:০০ ঘটিকার সময় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রীতি ব্যাডমিন্টন ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয় সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



