বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ পুলিশের কৃতিত্ব
বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। পেশাগত জীবনে শত ব্যস্ততা এবং অক্লান্ত পরিশ্রমের পরও সিলেট রেঞ্জের নারী ও পুরুষ সদস্যগন তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশপাশি মনোদৈহিক উৎকর্ষ সাধনে সদা বদ্ধপরিকর। প্রতি বছরের ন্যায় এবারও সিলেট রেঞ্জ ডিআইজি এর উৎসাহ-উদ্দীপনায় ভাল ফলাফলের লক্ষ্য নিয়ে খেলোয়ারগন উন্নত প্রশিক্ষন ও কঠোর অনুশীলন করে আসছিল। ফলশ্রুতিতে সমগ্র দেশ থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স-এ আসা বিভিন্ন ইউনিটের খেলোয়ারদের মধ্যে গত ১০ ও ১২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট রেঞ্জের নারী পুলিশ দল পেশাপালো, বেসবল ও ডিউবলে রানার-আপ এবং পুরুষ দল পেশাপালোতে রানার-আপ হয়ে ৪টি ট্রফি ও মেডেল প্রাপ্তির গৌরব অর্জন করে।
১৫/১২/২০২০ খ্রিঃ পূর্বাহ্নে রেঞ্জ ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম তাঁর নিজ কার্যালয়ে অংশ গ্রহনকারী খেলোয়ারদের সংবর্ধনা প্রদানসহ বিভাগীয় পুরস্কার প্রদানের ঘোষনা দেন। ভবিষ্যতে আরও ভাল ফলাফলের আশা ব্যক্ত করে তিনি স্মরণ করিয়ে দেন “দেশের সেবার পূর্বশর্ত হল পেশাগত জ্ঞান, কঠোর প্রশিক্ষন, সুস্বাস্থ্য এবং সুন্দর একটি মন- যার সিংহভাগই আমরা পাই সুস্থ খেলাধুলা থেকে”। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এই ধারা অব্যাহত রাখার জন্য বলেন। নিয়মিত চর্চা ও অনুশীলনের জন্য বলেন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটিই ভালো থাকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট, জনাব মোঃ মাহমুদুর রহমান, পিপিএম কমান্ড্যান্ট, আরআরএফ, সিলেট, জনাব নুরুল ইসলাম, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), জনাব রাজীব কুমার দেব অতিরিক্ত পুলিশ সুপার, জনাব গৌতম দেব, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট।

