এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের ভূমিকা করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
২৮ নভেম্বর ২০২০ তারিখ ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে অনুষ্ঠিত হল ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিচালিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের ভূমিকা করনীয় শীর্ষক কর্মশালা।
উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) ।
সভাপতিত্ব করেন জনাব ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, (পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম পুলিশ সুপার, ঢাকা, জনাব মোঃ জিয়াউল হক, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি অফিস, ঢাকা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশরাফুুল ইসলাম (প্রশাসন), ঢাকা, জনাব ডা. লিমা রহমান, জনাব ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার সহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতা এবং ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর জেলার পুলিশ কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আক্তার জাহান শিপ্লী।


