আগামী ৫ নভেম্বর কমিউনিটি ব্যাংক এর ৭টি শাখার শুভ উদ্বোধন করবেন আইজিপি
আগামী ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কমিউনিটি ব্যাংক এর ৭টি শাখার শুভ উদ্বোধন করবেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বিপিএম(বার)।
শাখাগুলো হলঃ নরসিংদীতে পাঁচদোনা শাখা, টাঙ্গাইলে মির্জাপুর শাখা, কুমিল্লায় গৌরীপুর শাখা, খুলনায় খুলনা শাখা, ঢাকায় নবাবগঞ্জ শাখা, দিনাজপুরে রানীরবন্দর শাখা ও চট্টগ্রামে আন্দরকিল্লা শাখা।
এই শাখাগুলো উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কমিউনিটি ব্যাংক বিশ্বস্ততা, নিরাপত্তা ও প্রগতির পথে আরও একধাপ এগিয়ে যাবে।।
উল্লেখ্য. জনগণের কল্যাণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইনোভেটিভ ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের জনগণের আর্থিক নিরাপত্তা দেওয়া এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যই কমিউনিট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটির সেবা, কাস্টমারদের প্রতি আচরণ, টেকনোলজি হবে আন্তর্জাতিকমানের। কমিউনিটি ব্যাংক শুধু পুলিশ সদস্যদের জন্য নয়, জনগণের জন্য কাজ করবে।
গত ২৮ জুলাইয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গুলশান, ধানমন্ডি, চকবাজার ও উত্তরা এ চারটি শাখা উদ্বোধনকালে করেছিলেন আইজিপি।