শিরোনাম

South east bank ad

রংপুর জেলা পুলিশ এর অক্টোবর ২০২০ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অক্টোবর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, মধুসূদন রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) (সাময়িক দায়িত্ব প্রাপ্ত) পুলিশ সুপার, রংপুর।

মাসিক কল্যাণ সভার শুরুতেই সভাপতি সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করেন।সভাপতি মাসিক কল্যাণ সভায় বলেন, আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, সেগুলো অবশ্যই বজায় রাখতে হবে, শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ হতে চাই। পুলিশে পরিবর্তনের যে হাওয়া লেগেছে তা বজায় রাখার আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর বলেন, রংপুর জেলা পুলিশ বদলে গেছে, ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে এগোতে চাই আমরা।

অতিরিক্ত পুলিশ সুপার, উক্ত কল্যাণ সভায়, সকল পুলিশ সদস্যদের উদ্যেশে আরো বলেন প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিং কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নাই। বাংলাদেশ পুলিশের আইজিপি এর নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রংপুর আরও বলেন, আগামী ৩১ অক্টোবর ২০২০ কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উৎযাপন উপলক্ষে সকল থানা/তদন্ত কেন্দ্র গুলোতে যথাযথ কার্যকারি পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। অক্টোবর ২০২০ মাসের, মাসিক কল্যাণ সভায় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স, তাদের দাবি পেশ করেন এবং তাদের সকল সমস্যা সভাপতি শুনেন ও সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

রংপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন, জনাব মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ মোতালেব সরকার, আরআই(সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর। জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, এবং জনাব মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর ও রংপুর জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: