ইন্সপেক্টর জেনারেল এর নির্দেশনায় গতকাল সারাদেশে একযোগে ৬,৯১২টি বিটে "নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ" অনুষ্ঠিত
মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় গতকাল সারাদেশে একযোগে ৬,৯১২টি বিটে "নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ" অনুষ্ঠিত হয়। সম্মানিত কমিশনার মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গুলশান বিভাগের ৬টি থানায় ৩৪টি বিটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বতস্ফুর্তভাবে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি, সম্মানিত নাগরিকবৃন্দ ও বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ মতামত ও অনুভূতি ব্যক্ত করেন।গুলশান বিভাগ সম্মানিত নাগরিকদের মানবিক মর্যাদা সমুন্নত রাখার জন্য সর্বদা তৎপর।গতকাল সকল পর্যায়ের সমাবেশে টীম গুলশানের গর্বিত সদস্যগণ পুনর্বার সেই দৃঢ় অংগীকার ব্যক্ত করেছেন।পাশাপাশি যে কোনো ধরণের নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য একাত্মতা ঘোষণা করা হয়।