শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরকে সিসি টিভির আওতায় আনা হয়েছে

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রনে এবং ট্রাফিক বিভাগের চেইনএজ ব্যবস্থা আরো সুচারুভাবে পরিচালনার জন্য শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরকে সিসি টিভির আওতায় আনা হয়েছে। বুধবার দুপুর ১২টায় শাপলা চত্বরে অবস্থিত ট্রাফিক বিভাগ রুমে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। জেলা পুলিশ ট্রাফিক বিভাগ অনুষ্ঠানের উদ্যোক্তা।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ট্রাফিক সার্জেন্ট একেএম বানিউল আনাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার প্রমুখ।
এ ব্যাপারে পুলিশ সুপার জানান, শহরের মুল প্রবেশদ্বার হল শাপলা চত্বর। এখানে সিসি ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে ট্রাফিক ব্যবস্থায় অধিকতর শৃংখলা বজায় রাখা যাবে। পাশাপাশি এই এলাকায় অপরাধ বা দুর্ঘটনা সংগঠিত হয়, সেক্ষেত্রে এই সিসি টিভি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনে সহায়তা করবে। এছাড়াও অপরাধ দমন ও প্রতিরোধে ভূমিকা রাখবে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: