শিরোনাম

South east bank ad

সিনহা হত্যা মামলা : পুলিশের জব্দ করা আলামত র‍্যাবের কাছে হস্তান্তর

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

অবশেষে টেকনাফে সিনহা রাশেদ হত্যায় পুলিশের জব্দ করা আলামত র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে রামু থানায় র‍্যাবের একটি দলের কাছে আলামত হস্তান্তর করে পুলিশ। এদিকে সরিয়ে দেয়া হলো টেকনাফ থানার ওসি আবুল ফয়সল এবং কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে। টেকনাফে সিনহা রাশেদ হত্যার পর ২৯টি আলামত জব্দ করে পুলিশ। র‍্যাবের কাছে এসব হস্তান্তর করার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শ্রিপা ও সিফাতের কাছ থেকে জব্দ করা এসব আলামত র‍্যাবকে হস্তান্তরের আদেশ বাতিলে পুলিশের আবেদন খারিজ করে দেন আদালত। অবশেষে নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার রাতে রামু থানায় র‍্যাবের কাছে আলামত হস্তান্তর করে পুলিশ। তবে জব্দ তালিকা দেরিতে পাঠানোয় ৭ কার্যদিবসের মধ্যে হাজির হয়ে রামু থানার ওসিকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে টেকনাফ থানার ওসি আবুল ফয়সল এবং কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানকে বদলি করা হয়েছে। সিনহা হত্যার পর তৎকালীন ওসি প্রদীপ প্রত্যাহারের পর ১১ আগস্ট টেকনাফে যোগ দেন আবুল ফয়সল। যাকে বদলি করা হয়েছে এপিবিএনে। আর ১৭ আগস্ট যোগ দেয়া কক্সবাজার সদর থানার ওসি খায়রুজ্জামানের নতুন ঠিকানা শিল্প পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, বদলির বিষয়টি তাদের নিয়মিত কর্মসূচির অংশ।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: