শিরোনাম

South east bank ad

ঈদুল আযহা উপলক্ষে ইজারাদারদের সাথে ঢাকা জেলার পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২০ উপলক্ষে ঢাকা জেলার সকল পশুর হাট ইজারাদারদের সাথে ঢাকা জেলার পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার ২৫ জুলাই ২০২০ তারিখ ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে ঢাকা জেলার সকল পশুর হাট ইজারাদারদের সাথে মত বিনিময় সভা করেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম। 116045220_3204377642974479_8827222364943688712_o 116190659_3204377372974506_7917514253361377446_o 115821894_3204377512974492_1394243329922672578_o এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম (প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাঈদুর রহমান, পিপিএম, (অপরাধ উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার জনাব হুমায়ুন কবীর (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাজেদুর রহমান, (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার জনাব রামানন্দ সরকার (কেরাণীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নাসিম মিয়া (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব জাহিদ হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার জনাব জহিরুল ইসলাম (দোহার সার্কেল), সহকারী পুলিশ সুপার জনাব নাজিজা রহমান (এমটি), সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ইজারাদারদের উদ্দেশ্যে পুলিশ সুপার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: