শিরোনাম

South east bank ad

যশোর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলো জেলা পুলিশ যশোর

 প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আজ(শনিবার) ২৫/০৭/২০২০ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় যশোর পুলিশ অফিস নতুন ভবনের সামনে উত্তরণ ফাউন্ডেশন ও জেলা পুলিশ যশোরের পক্ষ থেকে যশোর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গের প্রায় ১০০ (একশত) সদস্যদের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত থেকে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উক্ত অনুষ্ঠারের সভাপতি যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম। 114899950_176905217175102_6503337073785479452_o 115913680_176905567175067_3384667390485636005_o 115966679_176905500508407_743267152729556905_o পুলিশ সুপার বলেন, নোভেল করোনা ভাইরাসের জন্য যে সকল খেটে খাওয়া গরীব অসহায় দিনমজুরদের স্বাভাবিক জীবন-যাপন থেমে যাচ্ছে তাদের পাশে থেকে আমরা যশোর জেলা পুলিশ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার অতিঃ পুলিশ সুপার (অপরাধ) যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম অতিঃ পুলিশ সুপার ‘ক’সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর)যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: