শিরোনাম

South east bank ad

মানবিকতায় একসাথে আমরা

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় স্থাপিত আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসায় বিপুল পরিমান ঔষুধ সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম। আজ বুধবার ২২/০৭/২০২০খ্রিঃ ১১:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরে মহানগর কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান নির্বাহী শরীফ উদ্দিন জমির উদ্দিন এর হাতে বিপুল পরিমান ঔষুধ সামগ্রী তুলে দেন। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) জনাব এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, মহানগর কমিউনিটি পুলিশিং, চট্টগ্রামের সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: