শিরোনাম

South east bank ad

কক্সবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

গত ২০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে মাসিক কল্যাণ সভা জুন-২০২০ অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(ইন-সার্ভিস), সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সভায় জেলা পুলিশের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সকলের সাথে আলোচনা করেন। পরিশেষে সভাপতি তাহার বক্তব্যে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সহিত তাদের নিজ নিজ দায়িত্ব পালন করায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। 115710088_2676963239240826_9010079410097711075_n 115737709_2676963179240832_9108763579168984780_n 115926975_2676963219240828_2350164801336087901_n পরবর্তীতে একই স্থানে মাসিক অপরাধ সভা জুন,২০২০ অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতি কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন মাদক কারবারিও মাদক সেবী যেই হোন না কেনো, তাকে কোনো ভাবেই ছার দেয়া হবে না। এছাড়াও পুলিশের কেউ মাদকের সাথে আপোষ করলে তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে মর্মে হুশিয়ারি করেন। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: