আইজিপির নেতৃত্বে কুড়িগ্রামের মানবিক কাজগুলো অব্যাহত থাকবেঃ পুলিশ সুপার কুড়িগ্রাম
বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম ( বার) এর নির্দেশনায় হুইল চেয়ার পেল নাগেশ্বরীর রায়গন্জের ১১ পছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু উৎস।
গত শুক্রবার পুলিশ হেড কোয়ার্টার্স থেকে অতিরিক্ত ডিআইজি ( ইন্টেল এন্ড স্পেশাল এফেয়ার্স) জানালেন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত নাগেশ্বরী থানার রায়গন্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু আরাফাত রহমান উৎসের একটি হুইল চেয়ারের জন্য আকুতি আইজিপি স্যারের নজরে এসেছে, এ বিষয়ে যেন ব্যবস্থা নেই। তাৎক্ষনিকভাবে ওসি নাগেশ্বরীকে দিয়ে উৎসের খোজ নেই। শনিবার ও রবিবার দাপ্তরিক ব্যস্ততা থাকায় যাওয়া হয়নি।আজ সোমবার (২০ জুলাই) আইজিপির তরফ থেকে উপহার হিসেবে একটি হুইল চেয়ার ও ঈদ উপহার হিসেবে শার্ট ও প্যান্ট উৎসকে পৌছে দেয়া হয়েছে, পাশাপাশি উৎসকে সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ভর্তির জন্যও পরামর্শ প্রদান করা হয়েছে। আইজিপির সুদৃষ্টির কারনে নাগেশ্বরীর প্রত্যন্ত এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হয়ছে।
বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নেতৃত্বে জেলা পুলিশ কুড়িগ্রামের মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।