ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপির সাথে মিটিংয়ে যুক্ত হলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে যুক্ত হন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। উক্ত মিটিংয়ে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত স্থায়ী-অস্থায়ী ক্যাম্প সমূহের উন্নয়ন ও দ্রুত স্থায়ীকরণের বিষয় আলোচনা হয়।
আইজিপি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে রাস্তা গুলোতে পুলিশি টহল বৃদ্ধি করার নির্দেশ প্রদান করেন।
আইজিপি আরোও বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করে পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে হবে। সম্ভব হলে ইজারাদারদের সাথে সমন্বয় করে পশুর হাটের প্রবেশপথে জীবাণুরোধী চেম্বার স্থাপন করার ব্যবস্থা করতে হবে। পশুর হাটে জালনোট বন্ধে পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বাড়ানোর নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে এবং কোরবানীর পশুর চামড়া ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি ও অরাজকতা না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করেন।
