শিরোনাম

South east bank ad

ঈদে পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা ২০২০ উপলক্ষে পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সোমবার ২০/০৭/২০২০খ্রিঃ ১১.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয়। 115547389_2707659576116626_2329438035761541400_o উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম। তিনি পশুর হাটে গবাদী পশু ক্রয় বিক্রয় ও পরিবহন, চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হতে বলেন। 109469886_2707659656116618_4227018761313617125_n 109596954_2707659732783277_530835397555419316_o 115390874_2707659822783268_5408608238029643550_o এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 114825929_2707659856116598_9129254215120757955_o
BBS cable ad

পুলিশ এর আরও খবর: