শিরোনাম

South east bank ad

আমরা করব জয়, আমরা করব জয় একদিন

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মনিরুল ইসলাম: বিশ্বায়নের বদৌলতে করোনা সমগ্র পৃথিবীতেই মহামারীর রূপ নিয়েছে। উন্নত বিশ্বের মত না হলেও বাংলাদেশে ও ধীরে ধীরে আক্রান্ত এবং মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। ইতোমধ্যেই করোনা অনেকেরই চেনা পরিচয়ের বলয়ের মধ্যে ঢুকে পড়েছে। হয়তোবা, শুধু আক্রান্ত নয়, মৃত্যু ও অনেকের পরিচিতের সীমানায় প্রবেশ করবে। এখন অধিকাংশ মানুষই ঘরবন্দি সময়ে ভার্চুয়াল জগতে আগের চেয়ে অনেক বেশী সময় কাটাচ্ছে। মানুষ নেট দুনিয়ায় বিচরণ করছে আবার নিজেরাও নানারকম সৃষ্টশীলতায় নিয়োজিত রয়েছে। অনেকেই Alarmist দের মতই নানা রকম ভীতিকর পোষ্ট “ইমপোর্ট-এক্সপোর্ট” করছে, নানা গুজব ছড়াচ্ছে কিংবা বিশ্বাস করছে যা এরকম একটা দুঃসময়ে নিতান্তই দুর্ভাগ্যজনক। ভার্চুয়াল জগতে বিচরণকারী সকলের মানসিক শক্তি একরকম নয়, অনেকের উপরই বাড়তি মানসিক চাপ পড়ছে যা কারো জন্যই মঙ্গলজনক নয়। এ প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন শিক্ষক তার এক প্রাক্তন Alarmist ছাত্র যে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম ভীতিকর পোষ্ট করছে, তাকে একটা বার্তা দিয়েছেন যার সাথে আমিও পুরোপুরি একমত। “Please refrain from re-posting sad and fearful news! It doesn’t help anyone. If you have time and can’t resist the temptation of posting something and letting people know that you are alive then post some positive news on medical breakthroughs or some encouraging news from China or Korea. A country is just like our mother, we don’t make her sad and fearful at times of her distress, we try to encourage her and make her smile! One can take lessons from Tagore’s poem: Birpurush! This is precisely what we did in the midst of a Genocide in 1971 when 1.5 to 3 million people died in 9 months! The current covid19 global death figure is nothing to a child of 1971! We surely will overcome this too. Spread encouraging news to keep the spirit of the people alive! Take care.” বাঙালি অপরাজেয় বীরের জাতি। মহামারী এসেছে, আমি বিশ্বাস করি খুব শ্রীঘ্রই চলেও যাবে। বিজ্ঞানীরা অহর্নিশ চেষ্টা করে যাচ্ছেন এবং তাঁরা অবশ্যই সফল হবেন। ভ্যাকসিন কিংবা ঔষধ আবিষ্কার হ’লেই করোনা তিনদিনের ঠান্ডা জ্বরের মর্যাদায় নেমে যাবে। দিনের শেষে আমরাই জিতবো, বিজয়ী হবে মানুষ। যেহেতু, এখন পর্যন্ত প্রতিষেধক কিংবা প্রতিরোধককারী কোন ঔষধ নাই তাই সচেতনতাই একমাত্র উপায়। আসুন আমারা- ### আতঙ্ক নয়, সচেতন হই; ### ঘরে থাকি, সুস্থ থাকি, সুস্থ রাখি; ### WHO এবং IEDCR প্রদত্ত প্রটোকল মেনে চলি; ### সরকারী নির্দেশনা যথাযথ প্রতিপালন করি; ### সামর্থানুযায়ী একে অপরকে সহায়তা করি। “We shall overcome someday.” ,(বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলাম এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেয়া।)
BBS cable ad

পুলিশ এর আরও খবর: