শিরোনাম

South east bank ad

স্বতন্ত্র ইউনিট হিসেবে পুলিশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ অনুমোদন

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

স্বতন্ত্র ইউনিট হিসেবে পুলিশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ অনুমোদন
জঙ্গি দমনে পুলিশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ গঠন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৫৮১টি পদ সৃজন ও ৪১টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থবিভাগকে নির্দেশনা দেয় সরকার। ওই ৫৮১টি পদের মধ্যে ৩১টি বিসিএস ক্যাডার পদ স্থায়ীভাবে ও ৫৫০টি পদ থাকবে অস্থায়ী। এর মধ্যে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) ১টি, ডিআইজি ১টি, অতিরিক্ত ডিআইজি ২টি, পুলিশ সুপার ৫, অতিরিক্ত পুলিশ সুপার ১০, সহকারী পুলিশ সুপার ১২, ইন্সপেক্টর ৭৫, এসআই (স্বশস্ত্র/নিরস্ত্র) ১২৫, এএসআই (স্বশস্ত্র/নিরস্ত্র) ১৪০, কনস্টেবল ২০০, সিস্টেম এনালিস্ট ১টি, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১টি, সহকারি প্রোগ্রামার ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি, বাবুর্চি ২টি, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন। এ ব্যাপারে পুলিশ সদর দফতরের এআইজি (গোপনীয়) মনিরুজ্জামান জানান, সরকারের পক্ষ থেকে পুলিশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ অনুমোদন দেয়া হয়েছে। এই ইউনিটের সদস্য সংখ্যা হবে ৫৮১ জন। পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। শিগগিরই এ ইউনিটের কার্যক্রম শুরু হবে। এ ইউনিটের মূল কাজ হবে জঙ্গি দমন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: