শিরোনাম

South east bank ad

সিদ্দিকুর রহমান ১৫ আগস্ট রুখে দাড়িয়েছিলেন ঘাতকদের বুলেটের সামনে

 প্রকাশ: ১০ অগাস্ট ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সিদ্দিকুর রহমান ১৫ আগস্ট রুখে দাড়িয়েছিলেন ঘাতকদের বুলেটের সামনে
আগস্ট মাস জাতীর জন্য শোকাবহ মাস। এ মাসেই জাতীর জনককে স্বপরিবারে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সেদিনকি শুধুই জাতীর জনক ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল? একজন রাস্ট্রপতির বাসভবনে নিরাপত্তার জন্য ও বিভিন্ন কাজে অনেক সরকারী কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা। তাদের কয়জন নিহত হয়েছিল? সকলের কথা জানা নাই, তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এএসআই সিদ্দিকুর রহমান সেদিন মেইন গেটে সাদা পোষাকে কর্তব্যরত ছিলেন। রুখে দাড়িয়েছিলেন ঘাতকদের বুলেটের সামনে। বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন এই অকুতোভয় সাহসী বীর।
এএসআই সিদ্দিকুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার ঝুমুর গ্রামে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্থান পুলিশের কনস্টেবল পদে ১৯৬১ সালে যোগদান করেন। পরবর্তীতে এএসআই পদে পদোন্নতি পান।১৯৭৫ সালে ১৫ আগস্ট তিনি এসবি-তে কর্মরত থাকাকালীন ধানমন্ডি ৩২ নং বাসায় মহামান্য রাষ্ট্রপতির বাসভবনের মেইন গেটে সাদা পোষাকে দায়িত্বরত ছিলেন। দায়িত্বরত অবস্থায়ই তিনি ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন। তার এই অসামান্য অবদান ও জীবন উৎসর্গ করার জন্য মৃত্যুর ৩৫ বৎসর পর ২০১১ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম(মরনোত্তর) প্রদান করা হয়। স্পেশাল ব্রাঞ্চ, মালিবাগ, ঢাকায় একটি ভবনের নামকরন করা হয়েছে “শহীদ এএসআই সিদ্দিকুর রহমান ভবন”।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: