শিরোনাম

South east bank ad

নীলফামারীতে চুরি যাওয়া সাড়ে ১২ লাখ টাকাসহ একজন গ্রেপ্তার

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

নীলফামারীতে চুরি যাওয়া সাড়ে ১২ লাখ টাকাসহ একজন গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নীলফামারীতে একটি শিল্প প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া সাড়ে ১২ লাখ টাকাসহ ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার ভোরে জেলা শহরের পূর্বকুখাপাড়ায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী মো. আনারুলের (৩০) বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে উত্তরা ইপিজেডে এক্সপোলিংক ইন্ডাস্ট্রির কার্যালয়ের একটি আলমারি থেকে ১৫ লাখ টাকা চুরি যায়। ঘটনার পরদিন থানায় মৌখিক অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার। তদন্তে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আনারুলের সম্পৃক্ততা পাওয়া পুলিশ। পরে বুধবার ভোরে জেলা শহরের পূর্বকুখাপাড়ায় অবস্থিত আনারুলের বাড়ীতে অভিযান চালিয়ে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আনারুল চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ১৫ লাখ টাকা নয়, ১২ লাখ ৫০ হাজার টাকা চুরির কথা স্বীকার করে আনারুল। ওই সাড়ে ১২ লাখ টাকার মধ্যে একজনকে ২০ হাজার টাকা ধার পরিশোধ ও ৩৪ হাজার টাকা বিভিন্নভাবে খরচ করে। অবশিষ্ট ১১ লাখ ৯৬ হাজার টাকা মাটিতে পুতে রাখে।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউফ বলেন, আনোরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার বাদী হয়ে আনোয়ারুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: