শিরোনাম

South east bank ad

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম পৌর শহরের মিস্ত্রি পাড়া এলাকায় জাকিয়া ফেরদৌসী (২৮) নামের এক নারী গভীর রাতে হতাশার কারণে নিজেকে শেষ করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই নারীর বাড়িতে গিয়ে তার জীবন বাঁচিয়েছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই নারী তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। তারাই দায়ী আমার মৃত্যুর জন্য।’

পুলিশ জানায়, জাকিয়া ফেরদৌসী শহরের মিস্ত্রিপাড়া এলাকায় তার বাবা জুলফিকার আলীর বাড়িতে বসবাস করেন। এরই মধ্যে তার দুটি বিয়ে হলেও ডিভোর্সের পর বাবার বাড়িতেই থাকেন। একপর্যায়ে হতাশায় পড়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি (ওই নারীর সঙ্গে ফেসবুকে যুক্ত) এক ব্যক্তির নজরে এলে তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।

পরে কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান স্থানীয় লোকদের জানান। পরে ওই নারীকে দ্রুত শনাক্ত করে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাকিয়া ফেরদৌসীকে বোঝান। বর্তমানে জাকিয়া ফেরদৌসী নিরাপদে রয়েছেন। তবে, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তার পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনদের সতর্ক করেছে পুলিশ।

জাকিয়া ফেরদৌসী জানান, মানসিক হতাশা থেকেই তিনি পোস্টটি করেছিলেন। পরবর্তী সময়ে এরকম ভুল হবে না বলেও তিনি জানান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ওই নারী তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস দিয়ে লেখেন, ঘুমের ঔষধ খেয়ে তিনি নিজেকে শেষ করবেন। বিষয়টি এক ব্যক্তির নজরে এলে তিনি ৯৯৯-এ কল করে জানান। পরে খবর পেয়ে আমরা তাকে শনাক্ত করে সুস্থভাবে উদ্ধার করি। তাকে কাউন্সেলিং-এর মাধ্যমে সু-পরামর্শ দেওয়া হয়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: