পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম দিনে রাজধানীর শ্যামপুরে ভুল করে এক কেন্দ্রের শিক্ষার্থী অন্য কেন্দ্রে চলে এলে ট্রাফিক ডিভিশনের ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন। তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে এক অভিভাবক পরীক্ষার্থীকে নিয়ে ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসেন। পরে রোল মিলিয়ে দেখা যায় পরীক্ষার্থীর কেন্দ্র শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে, যা ওই স্থান থেকে ত্রিশ মিনিটের দূরত্বে অবস্থিত। তাৎক্ষণিকভাবে সময় স্বল্পতা ও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থী ও অভিভাবককে পুলিশের গাড়িতে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শুরুর আগেই সঠিক কেন্দ্র অর্থাৎ বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
এ ছাড়া পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ও জনভোগান্তি কমাতে স্থানীয় ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) জিএম মুছা কালিমুল্লা, সার্জেন্ট ইমরান, ট্রাফিক ওয়ারী জোন ও ট্রাফিক যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।
সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এবারের এসএসসি পরীক্ষা চলতি বছরের ১৯ জুন থেকে শুরু করে ৬ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেটসহ উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এ কারণে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।