শিরোনাম

South east bank ad

খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় খোকসা থানা পুলিশের আয়োজনে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা মূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মাঝে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল তুলে ধরেন এবং সকলকে সচেতনতার মাধ্যমে উল্লেখিত বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে খোকসা সরকারি কলেজ ও শোমসপুর ডিগ্রি কলেজের ছাত্র – ছাত্রী ও শিক্ষকবৃন্দ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রাণবন্ত আলোচনা করেন।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম সংক্রান্ত কোন ঘটনা ঘটলে নিকটতম থানা/পুলিশ ইউনিটের সহায়তা নেওয়ার জন্য আহবান করেন এবং থানা / পুলিশ ইউনিট থেকে চাহিদা মাফিক কাংখিত সহায়তা না পেলে SP Kushtia নামক ফেসবুক পেজে প্রদত্ত মোবাইল নম্বরে ফোন দিয়ে অথবা ফেসবুক মেসেঞ্জারে লিখিত ভাবে অভিযোগ জানানোর জন্য বলেন। উক্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশিকুর রহমান অফিসার ইনচার্জ খোকসা থানা, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সৈয়দ আশিকুর রহমান

BBS cable ad

পুলিশ এর আরও খবর: