শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন এসআই মিনহাজ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিন সে ধারণা সম্পূর্ণ বদলে দিতে কাজ করে যাচ্ছেন। একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার। তাঁর দায়িত্বরত এলাকার লোকজন বলেন, তিনি একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসাবে জানেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তিনি অবদান রেখেছেন।
এই মানবিক পুলিশ এসআই মিনহাজ উদ্দিন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন। আজ শুক্রবার ৯-৯-২২ইং সন্ধায় ত্রিশালের আব্দুল কাদির ছেলে ফাহিম(১৩),কে হুইল চেয়ার উপহার দেন।
জন্মগত শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না ময়মনসিংহ ত্রিশাল থানার আব্দুল কাদির ছেলে ফাহিম(১৩)। কেননা গরীব বাবার পক্ষে ছেলেকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থও ছিলনা। একটি হুইল চেয়ারের কারণে যাতায়াতসহ সব কাজ করতে খুবই সমস্যায় পড়তে হতো। এজন্য একটি হুইল চেয়ার চেয়ে অনেককে বলেছি, কিন্তু কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। শেষে পুলিশ অফিসার স্যার আমাদের বাড়িতে মামলা তদন্ত সময় বাসায় ঘড়ে ঢুকে দেখে আমার সন্তান ফাহিম একটি চেয়ার জন্য খুব কষ্ট করছে। স্যার এটা দেখে আমার সন্তানকে একটি হুইল চেয়ার কিনে দিয়েছে। এজন্য আমি ও আমার পরিবার খুব খুশি।
আমরা দেখেছি এসআই মিনহাজ করোনাকালীন সময়ে নিজ বেতনের টাকায় গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। একজন রোগী যখন হাসপাতালে রক্তের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লরছিল ঠিক তখন রাত ৩টা সময় মিনহাজ রক্ত দিয়ে তিনি জীবন বাচিঁয়ে ছিল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।
এসআই মিনহাজ বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাব।