ঢাকা জেলার পুলিশ কর্তৃক অবৈধ জনসমাবেশ ছত্রভঙ্গ সংক্রান্ত বিশেষ ব্রিফিং প্রদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)-এর সভাপতিত্বে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইনস্ মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে পুলিশ কর্তৃক অবৈধ জনসমাবেশ ছত্রভঙ্গ করতে রায়ট ড্রিলে যথাযথ নিয়ম অনুসরণকরণ সংক্রান্ত বিশেষ ব্রিফিং প্রদান করা হয়।
পুলিশ সুপার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে রায়ট ড্রিলে করণীয় ও বর্জনীয় বিষয়াদি সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল্লাহ হীল কাফী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবির, বিপিএম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মুমিনুল হাসান সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।