‘আইনশৃঙ্খলার অবনতি হলে জনপ্রতিনিধিদের জবাবদিহি করতে হবে’

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
এলাকার আইনশৃঙ্খলার অবনতি হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে কবিরহাট পৌরসভা মিলানায়তনে থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শহীদুল ইসলাম বলেন, ‘ইভটিজিং, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ বৃদ্ধি পেলে পুলিশকে দায়ী করা হয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বাররা এ দায় এড়াতে পারেন না। আইনশৃঙ্খলার অবনতি হলে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, প্রত্যেক এলাকায় বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা যে কোনো অপরাধের তথ্য প্রকাশ্যে বা গোপনে পুলিশকে জানান। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, কবিরহাট পৌরসভার মেয়র মো. জহিরুল হক রায়হান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নজির আহমদ প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন