মীর শহিদুল ইসলাম জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মীর শহিদুল ইসলামকে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন।
গতকাল (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পন্ন ছিন্ন করাসহ বিভিন্ন শর্তে আগামী দুই বছরের জন্য মীর শহিদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন। আগামী ১৪ সেপ্টেম্বর তার দায়িত্ব পালন শেষে ১৫ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হবে।