শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার-১

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার-১

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মবিল চুরির মূল আসামী গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং এর মামলা সংক্রান্তে চোরাই হওয়া আলামত মবিল এর মধ্য গতকাল রাত্রে গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত চুরির মূল চোর মোঃ আসাদুল ইসলাম (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কালার স্কয়ার মাস্টারবাড়ী (জনৈক ফেরদৌস এর বাসার ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ)নিরুপম নাগ, এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্বে একটি টিম আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাহার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, এই মামলায় পূর্বে আরো ০২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট হতেও মবিল উদ্ধার করা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: