শিরোনাম

South east bank ad

যানজট নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের সাথে এসপির মতবিনিময়

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

যানজট নিরসনে পরিবহন সংশ্লিষ্টদের সাথে এসপির মতবিনিময়

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সভায় সভাপতিত্ব করেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ । সভার শুরুতে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান। সভায় যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় শহরের ট্রাফিক সহনীয় পর্যায়ে আনতে অটো নিয়ন্ত্রণ, শহরে পণ্যবাহী ট্রাক প্রবেশের সময়সীমা নির্ধারণ, পাটগুদাম সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত দখলমুক্তকরণ, বালুবাহী ট্রাকে বাধ্যতামূলক ত্রিপল ব্যবহার, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে রড, বাঁশ পরিবহন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে মালিক শ্রমিক নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সভায় হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং রাত্রিকালীন নৈশ পরিবহন ছাড়ার আগে বাধ্যতামূলক ভিডিও ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের সহকারী সচিব জনাব আমিনুল ইসলাম, জিলা মোটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মমতাজ উদ্দিন, মহাসচিব জনাব মাহবুবুর রহমান, ট্রাক বিভাগের সেক্রেটারি জনাব রবিউল হোসেন শাহীন, মিনিবাস বিভাগের সেক্রেটারি জনাব দুধনাথ প্রসাদ গুপ্ত, ময়মনসিংহ জেলা সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি জনাব রাকিবুল ইসলাম শাহীন, সেক্রেটারি জনাব নূর মোহাম্মদ, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সেক্রেটারি জনাব সানোয়ার হোসেন চানু, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী হোসেন সহ ময়মনসিংহ জেলা বালু ব্যবসায়ী মালিক সমিতি, ময়মনসিংহ জিলা অ্যাম্বুলেন্স মালিক সমিতি, ময়মনসিংহ জেলা মাহিন্দ্র সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা হালকা মোটরযান পরিবহন শ্রমিক শাখা কমিটি, অটোবাইক মালিক সমিতি ও অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: