শিরোনাম

South east bank ad

সিলেটে নতুন এসপি আব্দুল্লাহ আল মামুনের যোগদান

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সিলেটে নতুন এসপি আব্দুল্লাহ আল মামুনের যোগদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। বুধবার সিলেটের সদ্য বদলি হওয়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সিলেটের সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-এ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি তিন বছরেরও বেশি সময় সিলেটের এসপি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এর আগে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৫তম বিসিএস এর একজন কর্মকর্তা। ফেনী জেলায় থাকাকালে প্রবাসীবান্ধব কর্মকর্তা হিসেবে অধিক পরিচিতি লাভ করেন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণের সময় সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ‘বেস্ট ম্যান কাপ’ অর্জন করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত করে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ও অ্যাসিসটেন্ট কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কাজ করেছেন। ডিএমপিতে থাকাকালে বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন তিনি।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: