ডিএমপির দুই এডিসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাসহ ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সোমবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মির্জা সালাউদ্দীনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স) হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেনকে পিবিআই তেজগাঁও শিল্পাঞ্চলে, ডিএমপির লাইনওয়ারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. হোসেনুজ্জামানকে পিবিআই সূত্রাপুর লালবাগ বিভাগে, ডিএমপির লাইনওয়ারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. খালেদ মাহমুদ খান ডিএমপির পরিবহন বিভাগে, ডিএমপির লাইনওয়ারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে ট্রাফিক গুলশানে বিভাগে এবং ডিএমপির পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরকে ট্রাফিক মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।