শিরোনাম

South east bank ad

নদীতে ঝাঁপ দিয়ে যুবককে ধরলো পুলিশ

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

নদীতে ঝাঁপ দিয়ে যুবককে ধরলো পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় নদীতে ঝাঁপ দিয়ে রাতুল (২৫) নামের যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। রাতুল উপজেলার দশপাখি গ্রামের বাদল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কলেজে যাওয়া-আসার পথে সেতুর ওপর দাঁড়িয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করতেন রাতুল। বিষয়টি জানার পর সিভিল পোশাকে সেতুর দুপাশে অবস্থান নেয় পুলিশ। সোমবার (২৯ আগস্ট) বিকেলে বাড়ি ফেরার পথে ফের কলেজছাত্রীকে উত্ত্যক্ত করেন ওই যুবক।

এ সময় পুলিশে এগিয়ে অবস্থা বেগতিক দেখে নদীতে ঝাঁপ দেন রাতুল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে উত্ত্যক্তকারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে রাতুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মঙ্গলবার দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: