বিদায় বেলায় শুভেচ্ছায় সিক্ত এসপি ইউসুফ আলী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ফুল দিয়ে সাজানো গাড়ি। বাঁধাও হয়েছে লাল রশি। তবে এটা কোনো বিয়ে গাড়ি নয়। এই ফুল সজ্জিত গাড়িতে বিদায় জানানো হয়েছে পঞ্চগড়ের মানবিক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলীকে। এ সময় শুভেচ্ছা জানান জেলা পুলিশের সদস্যরা।
শনিবার সন্ধ্যায় বিদায়ী পুলিশ সুপার মো ইউসুফ আলী পুলিশ লাইন থেকে জিপে ওঠেন। এরপর তাকে লাল দড়িতে টেনে বাসভবনের প্রধান ফটকের বাহিরে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। এ সময় জেলার ৫ থানার ওসি, ওসি (তদন্ত), ইন্সপেক্টর ও এসআইরা রশি ধরে টেনে নিয়ে যান।
এদিকে নবাগত পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) রাকিবুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। পরে পঞ্চগড় সার্কিট হাউজে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানা যায়, সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি হন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পঞ্চগড়ে থাকাকালে আমি আমার সেরাটা দিয়ে পঞ্চগড়বাসীর সেবা করার চেষ্টা করেছি৷ আমি সবার কাছে দোয়া প্রার্থী৷ আমি আমার নতুন কর্মস্থল স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকায় যোগদানের উদ্দেশ্যে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের দায়িত্ব নবাগত পুলিশ সুপারকে অর্পণ করেছি। বিগত তিন বছর এই জেলায় দায়িত্ব পালনকালে পঞ্চগড় জেলা পুলিশের প্রতি সহযোগিতা অব্যহত রাখার জন্য পঞ্চগড়বাসীকে শ্রদ্ধা ও ধন্যবাদসহ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।