ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদে দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
আরেক আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জায়েদুল আলমকে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে পদায়ন করা হয়েছে।