শিরোনাম

South east bank ad

জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, মো. সামিউল ইসলাম ও মো. নাইম হোসেন। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, সাতটি সিল ও বেশ কিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ জব্দ করা হয়।

ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, এই জাতিয়াতি চক্র সম্প্রতি ৩০ জনকে রোমানিয়ায় পাঠানোর জন্য চুক্তি করে।ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য তারা প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওই সনদগুলো যাচাই করে জানতে পারে সেগুলো জাল। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ জানানোর পর ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: