শিরোনাম

South east bank ad

ঈদের আগে অধিকাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন: শিল্প পুলিশ

 প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ঈদের আগে অধিকাংশ শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন: শিল্প পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঈদুল আজহার আগে অধিকাংশ শিল্প-কারখানার শ্রমিকরা বেতন ও ঈদের ভাতা পেয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শনিবার (৯ জুলাই) সহকারী পুলিশ সুপার সজীব ত্রিপুরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে শিল্প পুলিশ। এর আওতাধীন কারখানাগুলোতে প্রায় শতভাগ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এবার ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে ছোটখাটো বিছিন্ন ঘটনার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশের তৎপতায় মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তা নিষ্পত্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্প পুলিশের আওতাধীন ৭ টি শিল্পাঞ্চল জোন- আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও সিলেটে আট হাজার ৯৯৫টি শিল্প-কারখানা রয়েছে। যার মধ্যে বিজেএমইএ’র অধীনে এক হাজার ৭৬২টি, বিকেএমইএ’র ৬৮৫টি, বিটিএমএ’র ৩৩৮টি, বেপজার ৩৪৮টি এবং এসব সংগঠন বহির্ভূত পোশাক কারখানা, পাটজাত, চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজনসহ অন্যান্য খাতে কারখানা রয়েছে ছয় হাজারের অধিক।

শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ও ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শিল্প পুলিশ শিল্প সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করেছে। এ বিষয়ে শিল্প মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে শিল্প পুলিশ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: