শিরোনাম

South east bank ad

সিলেটে বানভাসি মানুষদের পোলাও-মাংস খাওয়ালো পুলিশ

 প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সিলেটে বানভাসি মানুষদের পোলাও-মাংস খাওয়ালো পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্মরণকালের ভয়াবহ বন্যার শুরু থেকে বানভাসি মানুষের পাশে মানবিক সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করে আসছে সিলেট জেলা পুলিশ।

রোববার (১০ জুলাই) ঈদুল আজহার দিনে জেলার ১১টি থানা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাংস পোলাও বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের এমন মানবিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ড সিলেটজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় জেলার বিশ্বনাথ থানার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুরে বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস পোলাও বিতরণ করেন বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা।

বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের অন্তর্গত বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০০ বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করেন বিয়ানীবাজার থানার সদস্যরা। এ সময় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন উপস্থিত থেকে বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রম তদারকি করেন।

গোয়াইনঘাট থানার সদর ইউনিয়নের নয়াগ্রাম গুচ্ছগ্রাম ও আলীর গাও গুচ্ছগ্রামের দুটি আশ্রয়কেন্দ্রে প্রায় পাচ শতাধিক মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করা হয়।

সিলেটের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ থানা কোম্পানীগঞ্জ। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাইফুর রহমান কলেজ, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা কেন্দ্র রান্না করা খাবার বিতরণ করেন। জকিগঞ্জ থানা এলাকার পৌরসভার অন্তর্গত পীরেরচকে একটি আশ্রয়কেন্দ্রে প্রায় ২৫০ বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কানাইঘাট ৪ নম্বর সাতবাক ইউনিয়নের অন্তর্গত দলইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন কানাইঘাট থানা পুলিশের সদস্যরা।

জৈন্তাপুর মডেল থানার নিজপাট ও দরবস্ত ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। গোলাপগঞ্জ থানার পৌরসভার অন্তর্গত বেদে পল্লিতে ও ফেঞ্চুগঞ্জ থানার ১ নম্বর সদর ইউনিয়নের অন্তর্গত ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিন শতাধিক এবং বালাগঞ্জ থানার সদর ইউনিয়নের অন্তর্গত বালাগঞ্জ ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রে তিন শতাধিক বানভাসি মানুষের মাঝে রান্না করা মাংস-পোলাও বিতরণ করা হয়।

সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বন্যার শুরু থেকে চরম বিপাকে পড়া মানুষের পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়েছেন। প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ১১টি থানার মেসে রান্না করা মাংস-পোলাও বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ঈদের খুশি বানভাসি মানুষের মাঝে ছড়িয়ে দিতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: