শিরোনাম

South east bank ad

১৭ হাজারে অটোরিকশা বিক্রি, ১২ হাজারে স্মার্টফোন কেনেন রায়হান

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

১৭ হাজারে অটোরিকশা বিক্রি, ১২ হাজারে স্মার্টফোন কেনেন রায়হান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিঞ্চপুর এলাকার শহিদ মিয়ার ছেলে রায়হান মিয়া (১৯), একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহসান ও কিশোরগঞ্জের তারাইল উপজেলার আবুল হাশেমের ছেলে মো. রিপন মিয়া।

এদের মধ্যে রায়হান মিয়া ভাড়ায় অটোরিকশা চালানোর কথা বলে বিক্রি করে দিতেন বলে জানিয়েছে পিবিআই।

বৃহস্পতিবার (৩০ জুন) নগরীর কেওয়াটখালি এলাকায় পিবিআইয়ের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (২৪ জুন) ঈশ্বরগঞ্জের রোকসানা আক্তার নামের এক নারীর কাছে থেকে ভাড়ায় চালানোর কথা বলে অটোরিকশা নেন রায়হান মিয়া। ঘটনার দিন সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা চালানোর কথা বলে বের হয়ে নিখোঁজ হন। পরদিন রায়হানের পরিবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তদন্তে পুলিশ জানতে পারে অটোরিকশাটি রায়হানই চুরি করেছেন। মঙ্গলবার (২৮ জুন) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা রায়হান মিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তিনি নিজেই অটোরিকশাটি কৌশলে চুরি করে তার এলাকার মতিউরের মাধ্যমে ১৭ হাজার টাকায় কিশোরগঞ্জের তারাইলে বিক্রি করেন।

মতি মিয়া সেই টাকা থেকে তিন হাজার টাকা রেখে বাকি টাকা রায়হানকে দেন। রায়হান ১৪ হাজার টাকা থেকে ১২ হাজার দিয়ে একটি স্মার্টফোন কিনে নারায়ণগঞ্জে চলে যান। সেখানে একটি গোডাউনে শ্রমিকের কাজ নেন।

পরে রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোকরিকশা চোরচক্রের সদস্য মতিউরকে ঈশ্বরগঞ্জের বিষ্ণুপুর এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চোরাই অটোরিকশাটি তিনি কিশোরগঞ্জের তারাইল উপজেলার রিপন মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে রিপন মিয়াকে আটক করেন পিবিআই সদস্যরা।

এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, চোরাই অটোরিকশাটি কয়েকটি হাত ঘুরে এবার নরসিংদী জেলায় হস্তান্তরের পরিকল্পনা ছিল। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ অটোরিকশা চোরচক্রের সদস্য। অভ্যাসগতভাবে কৌশলে অটোরিকশা চুরি করে বিক্রি করে দেন তারা।

তিনি আরও বলেন, চক্রটি সম্পর্কে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। শিগগিরই অন্যদের আইনের আওতায় এনে পুরো চক্রের মূলোৎপাটন করা হবে।

এ ঘটনায় চুরি যাওয়া অটোরিকশার মালিক মোছা. রুনা আক্তার (৩০) বাদী হয়ে বুধবার (২৯ জুন) ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান পিবিআইয়ের এ কর্মকর্তা।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: