পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অতিরিক্ত পুলিশ সুপার ৮ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনের বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে মোতাবেক জারিকৃত ক্রমিক নং-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।