শিরোনাম

South east bank ad

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯-এ ফোনে অভিযুক্ত গ্রেপ্তার

 প্রকাশ: ১৩ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ৯৯৯-এ ফোনে অভিযুক্ত গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর জিগাতলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ছাত্রীর বাবা।

৯৯৯ থেকে খবর পেয়ে রোববার হাজারীবাগ থানা পুলিশ অভিযুক্ত যুবক মাহবুব মোর্শেদকে গ্রেপ্তার করেছে।

৯৯৯-এর জনসংযোগ শাখার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিগাতলা থেকে এক ছাত্রীর বাবা গতকাল সকাল ৭টায় ৯৯৯-এ ফোন করে জানান, তার মেয়ে বাসা থেকে হেঁটে জিগাতলায় যাওয়ার পথে এক বখাটে জাপটে ধরার চেষ্টা করে। এ সময় তার মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। তিনিও খবর পেয়ে মেয়ের কাছে ছুটে যান।

এরপর এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে। ৯৯৯ থেকে হাজারীবাগ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: