অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন সুনামগঞ্জের এসপি মিজানুর রহমান বিপিএম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এর জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর ৬৩২ নং স্মারকে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়াও একই স্মারকে উপ পুলিশ কমিশনার(পুলিশ সুপার) পদ মর্যাদার আরো ৪২ পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক(অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়। সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালের ৭ আগষ্ট ।
এসপি মো. মিজানুর রহমান বিপিএম (২১তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
২০১৯ সালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে যোগদানের ইতিপুর্বেও তিনি একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়, জননিরাপক্তা বিভাগ-১ ,পুলিশ হেডকোয়ার্টার,ঢাকা,সিলেট সুনামগঞ্জ-০৩.০৬.২২