শিরোনাম

South east bank ad

ঝিনাইদহ জেলা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন

 প্রকাশ: ০১ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ঝিনাইদহ জেলা পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গতকাল ৩১ মে মঙ্গলবার ঝিনাইদহ জেলা সংক্ষিপ্ত পরিদর্শনে আসেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

এ সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সকল ইউনিট ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সামনে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সকল ইউনিট ইনচার্জদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) ডিআ ইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা।

সভায় সভাপতিত্ব করেন মুনতাসিরুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, ঝিনাইদহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল, আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অমিত কুমার বর্মন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: