চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামুলক বিট পুলিশিং কার্যক্রম

”চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ,ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে, টিকেট কালোবাজারি বন্ধে এবং ট্রেন ভ্রমণে সতর্ক হওয়ার বিষয়ে জনসচেতনতামুলক বিট পুলিশিং কার্যক্রম”
আজ মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাময়ের নির্দেশনায় মোঃ জসিম উদ্দিন খন্দকার, ওসি, লাকসাম রেলওয়ে থানার সভাপতিত্বে লাকসাম রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে,ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে,টিকেট কালোবাজারি প্রতিরোধ জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টেশনের আশে পার্শ্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ,রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে আগত ট্রেনের জন্যে অপেক্ষমান সম্মানিত যাত্রীগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় তিনি অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাঁদে, বাপারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে, বিনা টিকেটে ট্রেনে ভ্রমন না করতে, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সাথে উঠা/নামা করতে, নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে, টিকেট কালোবাজারিদের হতে টিকেট ক্রয় না করতে, নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহজনক মনে হইলে বা অবৈধ মালামাল বহন করিলে রেলওয়ে পুলিশকে অবহিত করিতে, টিকেট কালোবাজারিদের ধরিয়ে দিতে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারিকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করিতে, দুষ্কৃতিকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত হইতে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে অনুরোধ করেন।
এছাড়াও জনাব মুরাদ উল্লাহ বাহার, অফিসার ইনচার্জ, চাঁদপুর রেলওয়ে থানার সভাপত্বিতে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনে এবং এসআই (নিঃ) জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী, ইনচার্জ, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে কুমিল্লা রেলওয়ে স্টেশনে, এসআই(নিঃ),নফিল উদ্দিন, আইসি, চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাড়ীর সভাপতিত্বে মাইজদি কোর্ট রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে,ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধে, টিকেট কালোবাজারি প্রতিরোধ জনসচেতনতামুলক বিট পুলিশিং সভা বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। উক্ত সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা অপরাধমুলক কাজ, পাথর নিক্ষেপের কুফল, শাস্তি সম্পর্কে অবহিত করেন এবং রেল লাইন পারাপারে সতর্ক হওয়ার, টিকিট কালোবাজারি বন্ধে/ মাদকদ্রব্য বহন প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা প্রদান করে সকলকে অনুরোধ করেন।