অ্যাপের সহায়তায় মিলল স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিএনজিচালিত অটোরিকশা করে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন আত্মীয়ের বাসায় বেড়াতে যান রায়হান উদ্দিন। যথারীতি ভাড়া পরিশোধের পর সিএনজিটি চলে যায়। হঠাৎ তাদের মনে পড়ে গাড়িতে ব্যাগ ছিল। যেটিতে রাখা ছিল ল্যাপটপ, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র। পরে কোতোয়ালি থানায় হাজির হন রায়হান উদ্দিন। গত ৩ মে ঈদের দিন দুপুরে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ ও ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপ ব্যবহার করে বৃহস্পতিবার (৫ মে) সেই ব্যাগটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, সিএনজি অটোরিকশায় ব্যাগ হারিয়ে দুশ্চিন্তায় পড়েন রায়হান উদ্দিন। তার ব্যাগে মূল্যবান জিনিসপত্র ছিল। পরে কোতোয়ালির একটি টিম অভিযান চালিয়ে নন্দনকানন ও আশেপাশের এলাকার ৩২টি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ পর্যালোচনা করে ওই সিএনজিটি শনাক্ত করা হয়।
তিনি বলেন, এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের সাহায্যে গাড়ির চালক ও মালিকের পরিচয় নিশ্চিত হই। পরে তাদের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে রায়হান উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়।