ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহে ঈদুল ফিতরে বন্ধ শিল্প কারখানাগুলোতে নিরাপত্তা কর্মীদের মনিটরিং

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বৃহস্অপতিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ শিল্প এলাকায় ঈদুল ফিতর পরবর্তী শ্রমিকদের ছুটিকালীন বন্ধ শিল্প কারখানাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দিবাকালীন মোবাইল টিম ও রাত্রিকালীন কিলো ডিউটি টিমগুলোর সমন্বয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাশাপাশি শিল্প এলাকায় ফ্যাক্টরিগুলোর যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
এছাড়া পুলিশ সুপারের তত্ত্বাবধানে শিল্প এলাকার ফ্যাক্টরিগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মালিকবৃন্দের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।
শিল্প এলাকায় নিরাপত্তা সংক্রান্তে মনিটরিং ও নিরাপত্তা কর্মীদের সতর্ক করার জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ সদা নিয়োজিত আছে।