শিরোনাম

South east bank ad

আগে থেকে ব্যবস্থা নেয়ায় ঈদে চুরি-ছিনতাই কম: ডিএমপি কমিশনার

 প্রকাশ: ০৫ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আগে থেকে ব্যবস্থা নেয়ায় ঈদে চুরি-ছিনতাই কম: ডিএমপি কমিশনার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, এ বছর ডিএমপি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেয়ায় ঈদের ছুটিতে চুরি-ছিনতাই বাড়েনি। যেসব এলাকায় চুরি-ছিনতাই ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা।

গতকাল বুধবার ঈদকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, গেল রমজানে ডিএমপির অভিযানে প্রায় দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বড় কোনো ঘটনা নেই। এর ধারাবাহিকতায় ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা এবার অনেক কমানো সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, ঈদের ছুটিতে ডিএমপির অন্তত ৫০টি থানার প্রতিটিতে ১০টি করে মোবাইল টিম টহল দিচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রসঙ্গত, ঈদের ছুটিতে গত মঙ্গলবার রাতে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের এক বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। পরদিন রাতে ধানমন্ডির এক বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: